গড়িয়াহাটঃ আবেগের এক নাম

author-image
Harmeet
New Update
গড়িয়াহাটঃ আবেগের এক নাম

নিজস্ব সংবাদদাতাঃ আবেগের এক নাম গড়িয়াহাট। যেখানে ১২ মাস থাকে মানুষের আনাগোনা, হরেক রকমের সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। কম দামের জিনিস পত্র থেকে শুরু করে ঝাঁ চকচকে শপিং মল, এই চার মাথা মোড়ের সব দিকেই নতুনের হাতছানি। পুজো হোক বা না হোক, আট থেকে আশি সকলের ঠিকানা এই গড়িয়াহাট। শারদীয়া যোগ করে আলাদা মাত্রা। তিল ধারণের জায়গা থাকে না সদা ব্যস্ত গড়িয়াহাটে। পুজো শুরু হওয়ার মাসখানেক আগে থেকেই দোকানে দোকানে বাড়তে থাকে ব্যস্ততা। নিজের পছন্দের জিনিস বেছে নেওয়ার পালা।