একগুচ্ছ কর্মসূচি নিয়ে মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
একগুচ্ছ কর্মসূচি নিয়ে মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ জানা গিয়েছে, ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হাজির হবেন এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৷ সেখানে সন্ধার সময়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের কটেজে ৷ পরের দিন ১৩ সেপ্টেম্বরে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনের সভা রয়েছে ৷ সম্প্রতি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতির মৃত্যু হয়েছে ৷ তাই তাঁর শূন্যস্থান পূরণে নতুন সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া হবে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সভাগৃহে ৷ সেজন্য ওই দিন পূর্ব মেদিনীপুরের ৫৬ জন জেলাপরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন মুখ্যমন্ত্রী ৷ রাতে থাকবেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের কটেজে ৷


 ১৪ সেপ্টেম্বরে ফের পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক সভা ৷ তমলূকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে সভা করে পুনরায় ওইদিন ফিরবেন খড়্গপুরে ৷ সেখানে রাতে থেকে ফের পরদিন ১৫ সেপ্টেম্বর অনুরূপ প্রশাসনিক সভা করবেন খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের সভাস্থলে ৷ সেখান বিভিন্ন উদ্বোধন , শিলন্যাস ছাড়াও পরিষেবা প্রদান করা হবে ৷ দেওয়া হবে বিভিন্ন চাকরী প্রার্থীদের নিয়োগপত্রও ৷


পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা তৃণমূলের বিধায়ক অজিত মাইতি বলেন, "পুজোর আগে মুখ্যমন্ত্রী দুই জেলাকে নিয়ে এই কর্মসূচিগুলি গ্রহণ করবেন ৷ এর ফলে সামনের নির্বাচনের জন্য আমাদের কর্মীদের মনোবল আরও খানিকটা বাড়িয়ে , বিরোধীদের ঝামা ঘষে যাবেন ৷"