কিমের বিরুদ্ধে মাঠে ফ্রান্স!

author-image
Harmeet
New Update
কিমের বিরুদ্ধে মাঠে ফ্রান্স!

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জন উনকে নিয়ে মুখ খুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ-র সরকার। ম্যাক্রঁ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়া প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে পরমাণ বোমা হামলার যে আইন বাস্তবায়িত করেছে তা ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি’-র জন্য রীতিমতো ঝুঁকিপূর্ণ, ফ্রান্সের বিদেশমন্ত্রকের তরফে এই বিবৃতি জারি করা হয়েছে। শুক্রবার উত্তর কোরিয়ার পিয়াংইয়ং নতুন একটি আইন পাস করেছে। সেই আইনে বলা হয়েতে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে সেদেশ আগে ভাগেই শত্রুর ওপর আক্রমণ করতে পারে, এমনকী পরমাণু আক্রমণ করা হতে পারে। উত্তর কোরিয়াতে এই নয়া আইন পাসের পর থেকে সেই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।



উত্তর কোরিয়ার একের পর এক আগ্রাসী ঘোষণায় ফ্রান্স যথেষ্ট উদ্বিগ্ন। পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার সম্ভাবনাকে কার্যত খারিজ করে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জন উন জানিয়েছেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার মর্যাদা এখনও ‘অপরিবর্তনীয়’।