সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: বারো ফিট দৈর্ঘের পূর্ণ বয়স্ক কিং কোবরা উদ্ধার করলো বনদপ্তর। মঙ্গলবার মেটেলি ব্লকের মূর্তি ফরেস্ট ভিলেজের একটি বেসরকারি রিসর্টের পাশ থেকে সাপটিকে উদ্ধার করেছেন বনকর্মীরা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা কিং কোবরাটিকে রিসোর্টের পাশে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় গরুমারা নর্থ রেঞ্জ অফিসে। খবর পেয়ে সেখানে আসেন বনকর্মী তন্ময় চক্রবর্তী, রহিত খেড়িয়া ও ভরত সিং। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর তাঁরা কিং কোবরাটিকে বস্তাবন্দি করেন। বনদপ্তর সূত্রের পাওয়া খবর অনুযায়ী সাপটি প্রায় ১২ ফুট লম্বা। সাপটিকে এদিনই গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।