'রাহুল ও সোনিয়া গান্ধী ভালো প্রহসন জানেন'

author-image
Harmeet
New Update
'রাহুল ও সোনিয়া গান্ধী ভালো প্রহসন জানেন'

নিজস্ব সংবাদদাতাঃ তামিল যাজক জর্জ পোন্নাইয়ার সাথে রাহুল গান্ধীর একটি ভিডিও নিয়ে এবার সরব হল বিজেপি শিবির। বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, 'প্রহসন তৈরি করতে রাহুল গান্ধীকে নির্বাচনের সময় মন্দিরগুলিতে যেতে হয়। যখন নির্বাচন শেষ হয় তখন রাহুল গান্ধীর এই প্রহসন শেষ হয় এবং তার আসল মুখ - হিন্দু-বিরোধী মুখ - প্রকাশ্যে আসে। প্রথম বার নয়। এমন অনেক ঘটনা ঘটেছে যখন কংগ্রেস, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী হিন্দু ধর্মের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন - তা সে ভগবান রামের প্রমাণ দাবি করা হোক বা মা শক্তির এই ইস্যুই হোক না কেন।'