আমরা সব সময় পাক সেনাবাহিনীর সঙ্গে! কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে উঠল আওয়াজ
রক্তদানে বিডিও- মহৎ বার্তা
পহেলগাঁওয়ে হামলা করেও জঙ্গিরা হেরে গেল! পর্যটকদের সঙ্গে দেখা করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী
যদি কোনও মুসলিম মনে করেন ভারতে অবিচার হচ্ছে, পাকিস্তানে গিয়ে থাকতে পারেন! এবার গর্জে উঠলেন শিবসেনা নেতা
পাকিস্তানী পতাকা ইস্যুতে পশ্চিমবঙ্গ পুলিশের বিরোধিতায় তরুণজ্যোতি
সীমান্তপারের লড়াই অব্যাহত থাকবে! অ্যাঙ্গোলার রাষ্ট্রপতিকে পাশে বসিয়ে পাকিস্তানকে কড়া বার্তা মোদী
ভারতের ভয়ে নাজেহাল পাকিস্তান! আন্তর্জাতিক সীমান্তের বাঙ্কার ফাঁকা করছে পাক সেনারা
ভারতে প্রবেশ করতে পারবে না পাকিস্তানের পতাকা! নতুন করে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার
হাতে নয় ভাতে মারার পরিকল্পনা ভারতের! পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানির ওপর জারি নিষেধাজ্ঞা

এবার রাজ্যসভায় যাচ্ছেন বিপ্লব দেব

author-image
Harmeet
New Update
এবার রাজ্যসভায় যাচ্ছেন বিপ্লব দেব

নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনের আগেই হারিয়েছিলেন মুখ্যমন্ত্রীর গদি। মুখে না বললেও, তা নিয়ে দুঃখ ছিল অনেক। এবার সেই দুঃখ মিটতে চলেছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। বিজেপির তরফে তাঁকে এবার রাজ্যসভার প্রার্থী করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পদ খোয়ানোর পর এতদিন কোনও গুরু দায়িত্ব পাননি বিপ্লব দেব। সম্প্রতিই তাঁকে বিজেপির হরিয়ানা রাজ্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়। এরপরই ঘোষণা হয় যে, রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করা হচ্ছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিজেপির এই সিদ্ধান্তে তাঁর রাজনৈতিক পুনর্বাসন হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার বিজেপির তরফে ঘোষণা করা হয় যে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে ত্রিপুরা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে প্রার্থী করা হচ্ছে। দলের তরফে এই ঘোষণার পরই টুইট করে শীর্ষ নেতৃত্বদের ধন্যবাদ জানান বিপ্লব দেব। তিনি টুইট করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজী, জেপি নাড্ডাজী ও গোটা বিজেপিকে ধন্যবাদ জানাতে চায় আমায় ত্রিপুরা থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করার জন্য। আমি ত্রিপুরা ও রাজ্যের মানুষদের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে কাজ করে যাব।”