এবার রাজ্যসভায় যাচ্ছেন বিপ্লব দেব

author-image
Harmeet
New Update
এবার রাজ্যসভায় যাচ্ছেন বিপ্লব দেব

নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনের আগেই হারিয়েছিলেন মুখ্যমন্ত্রীর গদি। মুখে না বললেও, তা নিয়ে দুঃখ ছিল অনেক। এবার সেই দুঃখ মিটতে চলেছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। বিজেপির তরফে তাঁকে এবার রাজ্যসভার প্রার্থী করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পদ খোয়ানোর পর এতদিন কোনও গুরু দায়িত্ব পাননি বিপ্লব দেব। সম্প্রতিই তাঁকে বিজেপির হরিয়ানা রাজ্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়। এরপরই ঘোষণা হয় যে, রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করা হচ্ছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিজেপির এই সিদ্ধান্তে তাঁর রাজনৈতিক পুনর্বাসন হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার বিজেপির তরফে ঘোষণা করা হয় যে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে ত্রিপুরা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে প্রার্থী করা হচ্ছে। দলের তরফে এই ঘোষণার পরই টুইট করে শীর্ষ নেতৃত্বদের ধন্যবাদ জানান বিপ্লব দেব। তিনি টুইট করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজী, জেপি নাড্ডাজী ও গোটা বিজেপিকে ধন্যবাদ জানাতে চায় আমায় ত্রিপুরা থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করার জন্য। আমি ত্রিপুরা ও রাজ্যের মানুষদের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে কাজ করে যাব।”