নিজস্ব সংবাদদাতাঃ উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং অঞ্চল সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন সংস্থাটির সঙ্গে চীনের ‘সহযোগিতার দরজা বন্ধ’ করে দিয়েছে। শুক্রবার এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চেন জু। রাষ্ট্রদূত চেন জু বলেন, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ওই প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরকে বেইজিং আর সহযোগিতা করবে না। জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। জিনজিয়াংয়ে উইঘুর এবং অন্যান্য মুসলমানদের আটক করা মানবতার বিরুদ্ধে অপরাধ হতে পারে। ওই প্রতিবেদনটি আটকে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় বেইজিং। এটি প্রকাশের পর তাই ক্ষুব্ধ চীনা রাষ্ট্রদূত চেন জু সাংবাদিকদের বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর কথিত মূল্যায়ন প্রকাশ করে সহযোগিতার দরজা বন্ধ করে দিয়েছে।