নিজস্ব সংবাদদাতাঃ কিছুটা হলেও বরফ গলেছে ভারত ও চিনের মধ্যে, উত্তর-পূর্ব লাদাখে শুরু হয়েছে সেনা প্রত্যাহার প্রক্রিয়া। ইতিমধ্যেই গোগরা ও হট স্প্রিং এলাকার সংঘর্ষস্থলগুলো থেকে দুই দেশই সেনা প্রত্যাহার শুরু করেছে। এরই মাঝে লাদাখ সফরে যাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। জানা গিয়েছে, আজ, শনিবার তিনি লাদাখে যেতে পারেন। সেখানে সংঘর্ষস্থল ও বিতর্কিত অঞ্চল থেকে ভারতীয় সেনাবাহিনী ও চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের পিছু হটানোর কার্যক্রম নিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোর কম্যান্ডার বৈঠক হতে পারে।
দুই দেশের মধ্যে যখন বরফ গলার ইঙ্গিত মিলছে, সেই সময়ই ভারতীয় সেনার প্রধানের লাদাখ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, আজই লাদাখ যাচ্ছেন সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সেখানে গোগরা-হট স্প্রিংয়ে যে সেনা প্রত্যাহার প্রক্রিয়া চলছে, তা তিনি নিজে খতিয়ে দেখতে পারেন।