মিড ডে মিলে অব্যবস্থা

author-image
Harmeet
New Update
মিড ডে মিলে অব্যবস্থা

হরি ঘোষ,রানিগঞ্জঃ মিড ডে মিলে অব্যবস্থা, স্কুল পড়ুয়াদের ওপর মানসিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দেখাল বল্লভপুর গ্রাম প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা । শুক্রবার এই স্কুলেরই বেশ কিছু অভিভাবকের লিখিত অভিযোগ জানিয়ে ছিলেন স্কুলের এস আইকে। সেই প্রেক্ষিতে পরিদর্শনে আসেন রানীগঞ্জ চক্রের স্কুল ইন্সপেক্টর সুশোভন কোনার । তিনি এদিন স্কুলের সামগ্রিক বিষয় খতিয়ে দেখে কোন কোন বিষয়ে ভুল ত্রুটি রয়েছে তা খতিয়ে দেখার সাথেই স্কুলের ত্রুটিগুলিকে খতিয়ে দেখেন । এই বিষয়কে কেন্দ্র করে পড়ুয়াদের অভিভাবকেরা ওই স্কুলের প্রধান শিক্ষিকের স্থানান্তরনের দাবি করে বিক্ষোভ দেখায়। স্কুল ইন্সপেক্টরকে প্রধান শিক্ষিকাকে বিভিন্ন কাজের গাফিলতির বিষয় ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অভিযোগ জানাতে থাকেন । এই বিষয়কে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় । অভিভাবকদের দাবি সঠিক টাইমে স্কুল ছাত্র-ছাত্রীদের খাওয়া-দাওয়া দেওয়া হয় না , তাই অনেক সময় ছাত্রছাত্রীরা বাড়িতে খেতে আসে , তা সত্ত্বেও জোরপূর্বক ভয় দেখিয়ে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের খাবার খাওয়ানো হয়। এছাড়াও ছোট বাচ্চাদের স্কুলে ঝাঁট দেওয়া হয়, বাসন ধোয়ানো হয় ভয় দেখিয়ে । ঘটনার স্থলে বল্লভপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে সমগ্র পরিস্থিতি সামাল দেয় । যদিও স্কুল ইন্সপেক্টর এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দেননি, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেই নিজের দায় সেরেছেন ।  ওই স্কুলের প্রধান শিক্ষিকাও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ।