নিজস্ব প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার সংসদে জানিয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র বিধি প্রণয়নের জন্য আরও ছয় মাস সময় লাগবে।
কংগ্রেস সাংসদ গৌরব গগৈ-এর প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, সিএএ-এর বিজ্ঞপ্তি ২০১৯ সালের ১২ ডিসেম্বর জারি করা হয়েছে এবং ১০ জানুয়ারি, ২০২০ থেকে তা কার্যকর হয়েছে।