নিজস্ব সংবাদদাতাঃ হাল আমলে দুর্গাপুজোতে থিমের রমরমা বেড়েছে। তাই বনেদি পরিবারের পুজোগুলি নিজেদের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে মরিয়া। তেমনই একটি পরিবার হল উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার ঘোষ পরিবার। এ বছর এই বাড়ির পুজো ১৬৫ তম বছরে পা দিল। এই বাড়ির বৈশিষ্ট্য হল বাড়িতে তৈরি করা মিষ্টি-ই মা দুর্গাকে দেওয়া হয়। ঘোষ বাড়ির পাশাপাশি জোড়াসাঁকোর দাঁ পরিবারের দুর্গাপুজোও সমানভাবে ঐতিহ্যমণ্ডিত। এই বাড়িটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, কেননা এই বাড়িটিতে বহু সিনেমার শুটিং করা হয়। এ বছর এই বাড়ির পুজো ১৮২ বছরে পা দিল।