থিমের চাকচিক্যে হারিয়ে যায়নি বনেদি বাড়ির পুজো

author-image
Harmeet
New Update
থিমের চাকচিক্যে হারিয়ে যায়নি বনেদি বাড়ির পুজো

নিজস্ব সংবাদদাতাঃ হাল আমলে দুর্গাপুজোতে থিমের রমরমা বেড়েছে। তাই বনেদি পরিবারের পুজোগুলি নিজেদের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে মরিয়া। তেমনই একটি পরিবার হল উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার ঘোষ পরিবার। এ বছর এই বাড়ির পুজো ১৬৫ তম বছরে পা দিল। এই বাড়ির বৈশিষ্ট্য হল বাড়িতে তৈরি করা মিষ্টি-ই মা দুর্গাকে দেওয়া হয়। ঘোষ বাড়ির পাশাপাশি জোড়াসাঁকোর দাঁ পরিবারের দুর্গাপুজোও সমানভাবে ঐতিহ্যমণ্ডিত। এই বাড়িটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, কেননা এই বাড়িটিতে বহু সিনেমার শুটিং করা হয়। এ বছর এই বাড়ির পুজো ১৮২ বছরে পা দিল।