দুর্নীতির প্রতিবাদে সিজিও কম্পপ্লেক্স অভিযান বামেদের

author-image
Harmeet
New Update
দুর্নীতির প্রতিবাদে সিজিও কম্পপ্লেক্স অভিযান বামেদের

নিজস্ব সংবাদদাতাঃ রাজপথে বামফ্রন্ট। ‘চোর ধরো, জেলে ভরো’ স্লোগান তুলে শুক্রবার পথে নেমেছে বামফ্রন্ট। সিজিও কম্পপ্লেক্স অভিযানের জেরে রাস্তায় নেমেছে তাঁরা। চলছে মিছিল। যদিও এই বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। লেক টাউন ফুট ব্রিজ থেকে দক্ষিণ দমদমের চারটি এরিয়া কমিটির তরফ থেকে একটি মিছিল শুরু হয়েছে। মিছিলটি পৌঁছেও গিয়েছে সিজিও কম্পপ্লেক্সর কাছে। মিছিলের মূল স্লোগান ‘চোর ধরো, জেলে ভরো’। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরুপাচার, কয়লাপাচার কেলেঙ্কারির তদন্তে গ্রেফতার হওয়া তৃণমূলের হেভিওয়েট নেতাদের তদন্ত প্রক্রিয়া দ্রুত করার দাবিতে পথে নেমেছেন বাম সমর্থকরা। পাশাপাশি যাঁরা-যাঁরা এখনও অধরা তাঁদেরকে দ্রুত গ্রেফতার করার দাবিও তুলেছেন।