নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব। বছরের এই একটি সময়ের জন্য মানুষ অপেক্ষা করে থাকে। শহর, গ্রাম এবং শহরতলির বারোয়ারি পুজো ছাড়াও বিভিন্ন বনেদি বাড়িতেও বহু বছর ধরে দুর্গাপুজো হয়ে থাকে। তেমনই একটি বাড়ির পুজো হল শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। এই বাড়িতে বলির প্রথা থাকলেও ছাগল বলির বদলে সিঙ্গি মাছ বলি দেওয়া হয়। কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলের বদন চন্দ্র রায়ের পরিবার এবার ১৬০ বছরে পদার্পণ করল। বৈষ্ণব ধর্মাবলম্বী হওয়ায় পশুবলির পরিবর্তে এখানে ফল দেওয়া হয়। বদন চন্দ্র রায়ের বাড়ির অদুরেই রয়েছে পূর্ণচন্দ্র ধরের বাড়ি। এখানে দেবী দুর্গা মা অভয়ারূপে পূজিত হন।