নিজস্ব সংবাদদাতা : কানপুরে আট মাস কারাগারে কাটানোর পরে জামিনে মুক্তি পেলেন পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈন। গত বছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই ব্যবসায়ীর প্রাঙ্গণে হানা দিয়ে ২০০ কোটি টাকা নগদ ও ২৩ কেজি সোনা বাজেয়াপ্ত করেছিল। কানপুর জেলের সুপারিনটেনডেন্ট বিধু দত্ত পান্ডে বলেছেন, "বিশেষ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জারি করা রিলিজ অর্ডারের পরে পীযূষ জৈনকে জেল থেকে মুক্তি দেওয়া হয়।"
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ঠিক আগে তাকে গ্রেফতার করায় বিতর্ক জানা বাধে। বিজেপি কানপুর-ভিত্তিক পারফিউম ব্যবসায়ীকে সমাজবাদী পার্টির (এসপি) "বন্ধু" বলে অভিহিত করে। কিন্তু বিরোধী দল অভিযোগ করেছিল যে পীযূষ জৈন বিজেপি ঘনিষ্ঠ।