New Update
সুমিত ঘোষ, মালদা : কখনো সুতো, কখনো কমলালেবুর খোসা, আবার কখনো তেজপাতার দুর্গা প্রতিমা তৈরি করে চমক এনেছেন পেশায় হোমগার্ড কর্মী বিষ্ণুপদ সাহা। পেশায় হোমগার্ড কর্মী হলেও তার নেশা প্রতিমা তৈরি। তাইতো নিজের কর্ম ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পান প্রতিমা তৈরিতেই মনোযোগ দেন।মাঝে দুই বছর করোনা পরিস্থিতিতে রকমারি প্রতিমা তৈরি করতে পারেননি। তাই এই বছর আবারো নতুন চমক হোমগার্ড কর্মীর। এ বছর মাটি বাঁচানোর বার্তা নিয়ে বা মাটি সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে তার প্রতিমা তৈরির উদ্যোগ। মাটি ছাড়াই প্রতিমা তৈরি করছেন তিনি। মাটির পরিবর্তে প্রতিমা তৈরিতে ব্যবহার করছেন গম ও ধানের তুষ। প্রতিমার সাজ তৈরি হচ্ছে রাংতা দিয়ে। চিরাচরিত প্রথার বাইরে বেরিয়ে সম্পূর্ণই আলাদা ভাবনাচিন্তার এই প্রতিমা এখন থেকেই আকর্ষণীয় সাধারণ মানুষের কাছে।
গত দুই মাস ধরে তিনি শুরু করেছেন প্রতিমা তৈরির কাজ। এখনো চলছে, জোর কদমে। নিজের ডিউটির পরে যেটুকু সময় পান সেই সময় তিনি প্রতিমা তৈরি করেন। তাই একটু বেশি সময় লাগে প্রতিমা তৈরি করতে। বর্তমানে প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতায় টিকে থাকতে সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলি একে অপরকে টেক্কা দিতে বিশাল আকারের দুর্গা প্রতিমা তৈরি করছে। এর ফলে মাটির ব্যবহারও বেশি হচ্ছে। বর্তমানে মাটির সমস্যা দেখা দিয়েছে। যে সমস্ত এলাকায় মাটি কাটা হয় সেখানে গাছপালা আশেপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই সাধারণ মানুষ মাটির ব্যবহার যাতে কম করেন সেই বার্তা দিতেই এমন অভিনব চিন্তাভাবনা।চাষের জমি বা পতিত জমির আশেপাশ থেকে মাটি কাটার ফলে সেখানের গাছপালার ক্ষয়ক্ষতি হচ্ছে। এদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই সমস্ত চিন্তা ভাবনা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে এমন অভিনব উদ্যোগ পেশায় হোমগার্ড কর্মীর।মাটি ছাড়া তার এই প্রতিমা এবার ঠাঁই পাবে মালদা শহরের দুই নম্বর গভমেন্ট কলোনি বাঘাযতীন সংঘে।হোমগার্ড কর্মী বিষ্ণুপদ সাহা আর মাত্র দুই মাস কর্মজীবন রয়েছে। তারপরেই তিনি অবসর নিবেন। হোমগার্ড কর্মীদের কোনও পেনশন নেই। তাই আগামীতে প্রতিমা তৈরি কেই পেশা হিসেবে বেছে নিতে চান তিনি।
malda
tree
environment
pollution
artist
wheat
homeguard
durgapuja2022
paddy chaff
savsoil
bishnupadasaha
idolmaker