নিজস্ব সংবাদদাতাঃ ২০১৭ সালের আজকের দিনেই বার্সেলোনার হয়ে অভিষেক ঘটেছিল অসুমানে দেম্বেলের। মেসির পাস থেকে গোলটি করেছিলেন দেম্বেলে। গোলটি যেমন সুন্দর, তেমনই চেয়ে দেখার মতো লিওনেল মেসির পাসের স্কিল।
প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে, নিখুঁত পাসে অসুমানের কাছে বল বাড়িয়েছিলেন। প্রায় ফাঁকায় দাঁড়িয়েছিলেন তিনি। গোল করতে ভুল করেননি দেম্বেলে।