সোনায় মোড়া সবকিছু?

author-image
Harmeet
New Update
সোনায় মোড়া সবকিছু?

​নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি ইন্টারনেটে এক অদ্ভূত ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশ অফিসার তদন্তে নেমেছেন। তাঁরা যেখানে তদন্ত করছেন সেটি একটি প্রাসাদোপম বাড়ি। প্রাসাদে মজুত রয়েছে আমোদপ্রমোদের সকল উপকরণ। প্রাসাদের প্রতিটি কোণা থেকে ঠিকরে বেরচ্ছে জৌলুস। প্রাসাদের প্রথম তল থেকে দ্বিতীয় তলে ওঠার সিঁড়ির গ্রিল পর্যন্ত বাঁধানো রয়েছে সোনায়। এমনকী ঘরের দেওয়াল পর্যন্ত ঢাকা ছিল সোনার জরির কাজ করা ওয়ালপেপারে!

জানালা, পর্দা, মার্বেল পাথরে তৈরি ঘরের মেঝে ও সিলিং থেকে ঝুলে থাকা ঝাড়বাতিতে আঁকা সূক্ষ্ম নকশায় ছিল বৈভব ও নিলর্জ্জ ঔদ্ধত্যের ছাপ! তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল ওই প্রাসাদের মতো বাড়িটির টয়লেট! সেখানে ঢোকার পর আক্ষরিক অর্থেই চোখ ধাঁধিয়ে যায় তদন্তকারী অফিসারদের! কী দেখেছিলেন তাঁরা? বাথটব, বেসিন, কোমোড, আয়না সবকিছু ছিল খাঁটি সোনায় মোড়া! রূপকথার রাজপ্রাসাদে যেমনটি হয়, ঠিক তেমনটি! মোটকথা মানুষের লোভ ও বিলাসব্যসনের চূড়ান্ত উদাহরণ ছিল বাড়িটি।