নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশের কুল্লুতে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ বাংলার ৪ ট্রেকার। নিখোঁজদের নাম অভিজিৎ বণিক, চিন্ময় মণ্ডল, দিবাশ দাস ও বিনয় দাস। এখনও পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কুল্লু এলাকায় মোট ৬ জন ট্রেকার ও একজন রাঁধুনি নিখোঁজ হন। তাঁদের মধ্যে ২ জন বৃহস্পতিবার মালানার কাছে ওয়াচেমে পৌঁছে সব ঘটনা জানান। হিমাচল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সুদেশ কুমার মোখতা জানিয়েছেন যে সবাই মাউন্ট আলি রত্নি তিব্বা পর্বত জয় করতে যাচ্ছিলেন।
তিনি বলেন, "অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালাইড স্পোর্টসের একটি দলকে অনুসন্ধান অভিযানে পাঠানো হয়েছে।" কিছু স্থানীয় ট্রেকার এবং পোর্টারও তাঁদের সহায়তা করছে। তল্লাশি অভিযান তদারকি করছেন মানালির এসডিএম। স্থানীয় এক পর্যটক গাইড জানিয়েছে, কুল্লু রেঞ্জগুলো অসাধারণ সুন্দর। তবে এগুলো রুক্ষ, ঠান্ডা। কোনও অনভিজ্ঞ বা অপ্রস্তুত ট্রেকারের জন্য বিপদ আনতে পারে। নৈসর্গিক পাহাড়গুলোতে পর্বতারোহণ, স্কিইং, ট্রেকিং, রাফটিং এবং প্যারাগ্লাইডিংয়ের জন্য হাজার হাজার বিদেশি পর্যটকের ভিড় সারা বছরই লেগে থাকে হিমাচলে।