নিজস্ব সংবাদদাতাঃ কোভিড মোকাবিলায় দিন রাত এক করে কাজ করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। করোনা মোকাবিলায় চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী তাঁদের অবদান অনস্বীকার্য। এবার তাঁদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ দিল্লি সরকারের। এক সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'দিল্লি সরকার এই বছরের পদ্ম পুরষ্কারের জন্য ডাক্তার এবং স্বাস্থ্যসেবা কর্মীদের নাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের বলতে চাই যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। জনগণ আমাদের এই নামগুলি বলবে। মানুষ ১৫ আগস্টের মধ্যে padmaawards.delhi@gmail.com তাদের মেইল পাঠাতে পারে।'