জীবন সায়াহ্নে রানী দ্বিতীয় এলিজাবেথ, বালমোরালের আকাশে তখন জোড়া রামধনু

author-image
Harmeet
New Update
জীবন সায়াহ্নে রানী দ্বিতীয় এলিজাবেথ, বালমোরালের আকাশে তখন জোড়া রামধনু

নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত। তাঁর প্রয়াণে প্রকৃতিও যেন সম্মান জানালো তাঁকে। তাঁর মৃত্যু ঘোষণার কিছু আগেই বাকিংহাম প্যালেসের বাইরে আকাশে দেখা গেলো জোড়া রামধনু। একই সময়ে বালমোরাল ও উইন্ডসর দুর্গের আকাশেও দেখা গেলো জোড়া রামধনু। তখন রানীর শুভাকাঙ্খীরা বালমোরাল প্রাসাদের সামনে ভিড় করেছিলেন কারণ সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তখনই রামধনু দেখা গেছিল এবং তার ছবি তুলে শেয়ার করেছেন অনেকেই। ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ছটা নাগাদ ব্রিটেনের রাজপরিবারের তরফে রানীর মৃত্যুসংবাদ ঘোষণা হয়।