পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ, উদ্ধার ১৯টি সোনার বিস্কুট

author-image
Harmeet
New Update
পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ, উদ্ধার ১৯টি সোনার বিস্কুট

নিজস্ব সংবাদদাতাঃ  বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার বাগদা সীমান্তে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন সীমান্তরক্ষীরা। ব্যাগে তল্লাশি চালিয়ে সীমান্তরক্ষী বাহিনীরা দেখেন, স্প্রে মেশিন। বিএসএফ জওয়ানদের দেখে মেশিনটি ফেলে বাংলাদেশে পালিয়ে যায় অভিযুক্ত। আপাত দৃষ্টিতে তেমন কিছু মনে না হলেও, তাতেই লুকানো ছিল কোটি টাকার সম্পত্তি। স্প্রে মেশিনে লুকিয়ে পাচার করা হচ্ছিল সোনা। বিএসএফের চেষ্টায় ব্যর্থ হয় পাচার। উদ্ধার হয় ২.২১৬ কেজি সোনার বিস্কুট। ১৯টি সোনার বিস্কুট উদ্ধার করেন সীমান্তরক্ষী বাহিনীরা। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া বিস্কুটের বাজার মূল্য ১,১৪,০২,৫০৩ টাকা। বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলো বাগদা শুল্ক দফতরে হস্তান্তর করা হয়েছে। 


বিএসএফের কমান্ডিং অফিসার শ্রী যোগেন্দ্র অগ্রবাল জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে নিত্য নতুন উপায়ে পাচারের চেষ্টা চলছে। জওয়ানরা সতর্ক রয়েছেন। সীমান্তে পাচাররোধে সক্রিয় ভূমিকা পালন করছেন তাঁরা।