নিজস্ব সংবাদদাতাঃ ‘দিদি’ বলে দিয়েছেন তাঁকে বীরের মর্যাদা দিতে। কথাটা বোধহয় কানে গিয়েছে তাঁরও। তাই শুক্রবার আসানসোলের জেল থেকে বেরনোর পর বাকি দিনের তুলনায় অনেকটাই চনমনে মেজাজে দেখা গেল অনুব্রতকে। মুখ্যমন্ত্রীর বীর কেষ্ট প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বললেন, “দিদি পাশে আছে এনাফ।” গাড়িতে ওঠার আগে ফের কিছুটা স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বললেন অনুব্রত। আর বললেন, “জেলে তো কেউ থাকে না। একদিন ছাড়া পাবো।”
স্বাভাবিকভাবেই দিদির যে এখনও আস্থার জায়গায় তিনি রয়েছেন, তা শোনার পরই কয়েক গুণ আত্মবিশ্বাস বেড়েছে অনুব্রতর। অবশ্য গ্রেফতারির পর মুষড়ে পড়লেও নেত্রীর প্রথম বার্তার পরই আত্মবিশ্বাস ফিরে এসেছিল তাঁর মধ্যে। এখন তা একেবারেই অটুট।