শোক প্রকাশ করলেন বারাক ওবামা

author-image
Harmeet
New Update
শোক প্রকাশ করলেন বারাক ওবামা


নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। 

Barack Obama: Queen is among my favourite people - BBC News

তিনি বলেন, "আমি মহামান্যের নিবেদিত নেতৃত্ব প্রত্যক্ষ করতে পেরে কৃতজ্ঞ। আমি তার অক্লান্ত, মর্যাদাপূর্ণ জনসেবার উত্তরাধিকার দেখে মুগ্ধ। আমার চিন্তাভাবনা এই কঠিন সময়ে তার পরিবার এবং যুক্তরাজ্যের জনগণের সাথে রয়েছে"। উল্লেখ্য,  ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যু হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের।

Barack Obama Reportedly Joked About the Queen's “Bling” in 2011 | Vanity  Fair