শুটিংয়ে ব্যর্থ ভারত, আঙ্গুল উঠছে কোচদের দিকে

author-image
Harmeet
New Update
শুটিংয়ে ব্যর্থ ভারত, আঙ্গুল উঠছে কোচদের দিকে

​নিজস্ব সংবাদদাতাঃ শুটিংয়ে চরম ব্যর্থতা কোচদের নিয়ে প্রশ্ন তুলে দিল। অলিম্পিকের আগে ভারতীয় শুটারদের নিয়ে প্রবল প্রত্যাশা ছিল। সৌরভ চৌধুরি, মনু ভাকের, অভিষেক ভার্মা, যশস্বিনী সিং থেকে শুরু করে এলাভেনিল ভালারিভান, দিব্যাংশ সিংরা কিছুই করতে পারেননি। এঁদের মধ্যে একমাত্র সৌরভ ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেছিলেন। বাকিরা যোগ্যতা পর্বই টপকাতে পারেননি।কেন এমন চরম ভরাডুবি? সর্বভারতীয় রাইফেল সংস্থার প্রেসিডেন্ট রনিন্দর সিং বলে দিয়েছেন, ‘বেশ কিছু প্রতিভাবান শুটার রয়েছে টিমে। তা সত্ত্বেও কেন ভারত সাফল্য পেল না, তা আমাদেরও ভাবাচ্ছে। প্রস্তুতিতে খামতি ছিল, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তার দায় কোচেদের নিতেই হবে।’