নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি বিশাল গ্রানাইট মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৮ ফুট উচ্চতার জেট ব্ল্যাক গ্রানাইট মূর্তিটি ইন্ডিয়া গেটের কাছে ক্যানোপির নীচে স্থাপন করা হয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি সেই জায়গায় স্থাপন করা হল যেখানে এই বছরের শুরুর দিকে নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করা হয়েছিল।
নেতাজির মূর্তিটি ২৮০ মেট্রিক টন ওজনের গ্রানাইটের ব্লক থেকে খোদাই করা হয়েছে। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে ২৬ হাজার ঘণ্টা। গ্রানাইটের এই মূর্তিটির ওজন ৬৫ মেট্রিক টন। ঐতিহ্যবাহী কৌশল এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করে মূর্তিটি সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে। মূর্তি নির্মাণে জড়িত দলটির নেতৃত্বে ছিলেন অরুণ যোগীরাজ।