হরি ঘোষ, লাউদোহা : পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডাস্টবিনের অভাবে দিনে দিনে নোংরা হচ্ছে এলাকা। এলাকায় কোনও ডাস্টবিন না থাকায় বাজারের দোকানদাররা তাদের দোকানের নোংরা, আবর্জনা ফেলেন একটা ফাঁকা জায়গায়। সে জায়গাটি বাসস্ট্যান্ডের খুব কাছেই হওয়ায় হয়েছে সমস্যা। ধীরে ধীরে নোংরা, আবর্জানায় ভরেছে এলাকা। ছড়াচ্ছে দুর্গন্ধ। বাড়ছে দূষণ । এই অবস্থায় বাসযাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। একদিকে বাসস্ট্যান্ড, অন্যদিকে রয়েছে বিধায়ক কার্যালয় আর তার মাঝেই রয়েছে দৃশ্যদূষণ ।
বাজারের এক ব্যবসায়ী ঝুলন রুইদাস জানান, 'লাউদোহা মোড় ও বাসেন সংলগ্ন এলাকায় কোনও ডাস্টবিন নেই। সে কারণেই তারা বাধ্য হয়ে বাসস্ট্যান্ডের একটু দূরে ফাঁকা জায়গায় দোকানের নোংরা আবর্জনা ফেলেন।' তিনি বলেন, 'পঞ্চায়েত যদি বাসট্যান্ড সংলগ্ন এলাকায় একটা ডাস্টবিন তৈরি করে, তাহলে এলাকা যেমন সুন্দর হবে, নোংরা আবর্জনা কমবে, দূষণ ও কমবে, মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে ।'