নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টায় থাকা অখিলেশ যাদব বড় আক্রমণ শানিয়েছেন বিএসপি প্রধান মায়াবতীকে। এমনকি তিনি এও বলেছেন যে, বিজেপি তাঁকে যা করতে বলে, মায়াবতী তাই করেন।
তিনি বলেন, 'মায়াবতী এমন একজন নেতা হয়ে উঠেছেন, যিনি বিজেপির উপকারে এসেছেন, যিনি নিজের কারাগারে বন্দী এবং তার জেলর দিল্লিতে বসে আছেন।' সাংবাদিকদের প্রশ্নের জবাবে অখিলেশ বলেন, 'বিজেপি যা করতে বলে, বিএসপি তাই করে। মায়াবতীর লক্ষ্য বিজেপি নয়, সপা। এমনকি নির্বাচনেও বিএসপি এমন একজন প্রার্থী দাঁড় করায় যার কারণে এসপি হেরে যায়।'