১০ দিনের মধ্যে ২০০০ খানাখন্দ ভরাট করলো বিএমসি

author-image
Harmeet
New Update
১০ দিনের মধ্যে ২০০০ খানাখন্দ ভরাট করলো বিএমসি

নিজস্ব সংবাদদাতা : গণেশ মূর্তি বিসর্জনের আগে বড় উদ্যোগ বিএমসির। ১০ দিনের মধ্যে ভরাট করা হল ২০০০ খনাখন্দ। গড়ে প্রত্যহ ২০০টি করে গর্ত ভরাট করা হয়েছে যাতে বিসর্জনের সময় কোনো দুর্ঘটনা না ঘটে।আন্ধেরি, ঘাটকোপার, যোগেশ্বরী, গোরেগাঁও এবং মালাদায় খানাখন্দ সবচেয়ে বেশি।



বৃহন্মুম্বই সার্বজনিক গণেশোৎসব সমন্বয় সমিতির প্রধান নরেশ দহিবাভকর বলেন, “আমরা গত কয়েকদিন ধরে শহরের কিছু রাস্তা পরিদর্শন করছি। নাগরিক দলকে বেশ কয়েকটি জায়গায় গর্ত ভরাট করতে দেখা গেছে। আমরা তাদের কাজে সন্তুষ্ট। তবে আমরা শুধু চাই এই দুই দিনে প্রবল বর্ষণে ভরাট গর্তগুলো যেন আর খুলে না যায়।”