মিস ইউনিভার্স জেতার পর বদলে গিয়েছেন হারনাজ: দারা সিং খুরানা

author-image
Harmeet
New Update
মিস ইউনিভার্স জেতার পর বদলে গিয়েছেন হারনাজ: দারা সিং খুরানা

​নিজস্ব সংবাদদাতাঃ দারা সিং খুরানা ২০১৭ সালে মিস্টার ইন্ডিয়ান ইন্টারন্যাশনালের খেতাব জিতেছিলেন। বর্তমানে তিনি বলিউডে ডেবিউ করতে চলেছেন। কয়েক সপ্তাহ আগে, তিনি উপাসনা সিং এর 'Bai Ji Kuttan Ge' দিয়ে পাঞ্জাবি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তাঁকে মিস ইউনিভার্স হারনাজ সান্ধুর সাথে দেখা যায়। 




















দারা সিং খুরানা ছবির প্রোমোশনের সময় বলেন যে মিস ইউনিভার্স খেতাব জেতার পর হারনাজ বদলে গিয়েছেন।