নিজস্ব সংবাদদাতা: দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়ের সিবিআইকে চিঠি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। যে প্রসঙ্গ সামনে আসতেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, 'চিটফান্ডকাণ্ডে কারা সুবিধাভোগী সেটা খুঁজে বের করতে তদন্ত চলছে। কিন্তু আখেরে সারদাকাণ্ডে সবথেকে বড় সুবিধাভোগী তো মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য গোপন করার চেষ্টায় উনি রাজীব কুমারকে ব্যবহার করেছিলেন, সেটা তো প্রমাণিত সত্য। আর এখন অন্যভাবে তদন্ত প্রভাবিত করতে চাইছেন। দশ বছর ধরে জেলবন্দি একজনের মানবাধিকার পর্যন্ত লঙ্ঘন করা হচ্ছে! এ তো সাংঘাতিক বিপজ্জনক চোর। সিআইডির সর্বোচ্চস্তর থেকে যদি এমন নির্দেশ না আসে, তাহলে আদৌ কি তাদের পক্ষে এই কাজ করা সম্ভব? '