নিজস্ব প্রতিনিধি-'ফুল অর কাঁটে' দিয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করা অভিনেত্রী মধুকে ২০১১ সালের 'লাভ ইউ মিস্টার কালাকার' ছবিতে শেষ দেখা গিয়েছিল।মধু ইতিমধ্যেই প্রায় এক দশক পর প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত।তার হরর কমেডি ছবি 'খাল্লি বাল্লি' মুক্তি পাচ্ছে ১৬ সেপ্টেম্বর।
রোহান মেহরা, রজনীশ দুগ্গাল, রাজপাল যাদব, কাইনাত অরোরা, মধু, বিজয় রাজ, আশরানি, একতা জৈন এবং ধর্মেন্দ্র এই ছবির গুরুত্বপূর্ণ কাস্ট।ছবিটি পরিচালনা করেছেন মনোজ শর্মা।