নিজস্ব সংবাদদাতাঃ রাজনীতিতে কখন কী হয় তার আঁচ পাওয়া মুশকিল। আজ যে রাজা, কাল সে ফকির। ব্রিটেনের রাজনীতিতে সম্প্রতি সেরকম ছবিই দেখা গেল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই নিজের মন্ত্রিসভা গঠন পর্ব সেরে ফেলেছেন ট্রাস। সংখ্যালঘু জনজাতি সম্প্রদায়কে সেই মন্ত্রিসভায় প্রাধান্য দিয়েছেন তিনি। মন্ত্রিত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দুই নাগরিক। স্বরাষ্ট্র সচিব হয়েছেন সুয়েল্লা ব্রেভারম্যান। এদিকে প্রধানমন্ত্রী পদ পাওয়ার জন্য় যে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল লিজের মন্ত্রিসভায় রাখেননি তাঁকে। জায়গা পাননি ঋষি সুনকের সমর্থকরাও। এবার ঋষি সুনকের এই কোনও মন্ত্রক না পাওয়া নিয়ে বিজ্ঞাপন করতে দেখা গেল একটি ব্রিটেনের সংস্থাকেও।
ব্রিটেনের একটি নিয়োগকারী সংস্থা সিভি লাইব্রেরি ঋষি সুনককে নিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করে। তাদের নতুন বিলবোর্ডে এই চাকরি ভিত্তিক সাইটটি সুনককে এক প্রকার আক্রমণ করেন। এখন আপাতত ব্রিটেনের রাস্তায় রাস্তায় সুনকের মুখের ছবি ঘুরে বেড়াচ্ছে। এই বিলবোর্ডে সুনকের মুখের পাশে মোটা হরফে লেখা, ‘চাকরিটা পাননি?’। একটি ট্যাগ লাইনে লেখা, ‘আমাদের কাছে সকলের জন্য চাকরি রয়েছে। আপনার জন্য কোনটা যথাযথ খুঁজে নিন।’