আমেরিকায় পড়তে যাওয়ায় সর্বকালীন রেকর্ড গড়ল ভারতীয় পড়ুয়ারা

author-image
Harmeet
New Update
আমেরিকায় পড়তে যাওয়ায় সর্বকালীন রেকর্ড গড়ল ভারতীয় পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতাঃ অতিমারি পরিস্থিতির পরে ভারতীয় পড়ুয়াদের আমেরিকার কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার প্রবণতায় নতুন জোয়ার এসেছে। চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৮২ হাজার ভারতীয় পড়ুয়া সেদেশে পড়তে যাওয়ার ভিসা পেয়েছেন বলে নয়াদিল্লির আমেরিকা দূতাবাস সূত্রে জানা গিয়েছে। যা এই সময়সীমার মধ্যে সর্বকালীন রেকর্ড। 



আমেরিকান দূতাবাস সূত্রে দাবি, এ বছর মে থেকে অগস্ট পর্যন্ত যে ভারতীয় ছাত্র-ছাত্রীরা আমেরিকার ভিসা চেয়েছিলেন তাঁদের মধ্যে ৮২ হাজার জনের আবেদন মঞ্জুর হয়েছে। নয়াদিল্লির আমেরিকা দূতাবাস এবং কলকাতা, মুম্বই, হায়দরাবাদ ও চেন্নাইয়ে আমেরিকার কনস্যুলেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একথা জানিয়েছেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ল্যাসিনা।