নিজস্ব সংবাদদাতাঃ পোল্যান্ড ও ইউক্রেন সীমান্ত ঘেঁষে বড় ধরনের সামরিক মহড়ায় নেমেছে রাশিয়ার মিত্র বেলারুশ। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মিনস্ক এবং ভিটেবস্কের উত্তর-পূর্ব অঞ্চলের কাছেই মহড়া শুরু করেছে তারা। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে নিজেদের ভূখণ্ড মস্কোকে ব্যবহারের অনুমতি দেয় বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কা। এ অবস্থায় পোলিশ সীমান্তের কাছে বেলারুশের ব্রেস্ট শহরে সামরিক মহাড়ায় উত্তেজনা দেখা গেছে অঞ্চলটিতে।
প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ইউক্রেনে চলা যুদ্ধে মস্কোর হয়ে কাজ করছে লুকাশেঙ্কোর সরকার। মিনস্ক জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সামরিক মহড়া চলবে। শত্রুদের দ্বারা দখল করা অঞ্চলগুলো মুক্ত করা এবং সীমান্ত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণে প্রতিষ্ঠায় এই অনুশীলন।