নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত ভোজপুরি লোকনৃত্য "নাচ"-এর দিকপাল পদ্মশ্রী রামচন্দ্র মাঞ্ঝি। প্রায় আট দশক ধরে তিনি এই লোকনৃত্যের ধারা বজায় রেখেছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর তাঁকে হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতেই তাঁর জীবনাবসান হয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রামচন্দ্র মাঞ্ঝির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নীতীশ কুমার বলেছেন, ভোজপুরি লোকসঙ্গীত ও নৃত্যের জগতে রামচন্দ্র মাঞ্ঝির মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান লোকশিল্পী ছিলেন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ।