প্রয়াত ভোজপুরী নৃত্যের দিকপাল পদ্মশ্রী রামচন্দ্র মাঞ্ঝি

author-image
Harmeet
New Update
প্রয়াত ভোজপুরী নৃত্যের দিকপাল পদ্মশ্রী রামচন্দ্র মাঞ্ঝি

নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত ভোজপুরি লোকনৃত্য "নাচ"-এর দিকপাল পদ্মশ্রী রামচন্দ্র মাঞ্ঝি। প্রায় আট দশক ধরে তিনি এই লোকনৃত্যের ধারা বজায় রেখেছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ৯৭ বছরের রামচন্দ্র মাঞ্ঝি রেখে গেলেন তাঁর ৪ ছেলে ও দুই মেয়েকে। গত ২ সেপ্টেম্বর তাঁকে হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতেই তাঁর জীবনাবসান হয়। রামচন্দ্র মাঞ্ঝি ছিলেন বিহারের লোকনৃত্য "নাচ" - এরই আরেকটি শাখা "লন্ডা নাচ" - এর শিল্পী। এই নাচে পুরুষরা মহিলাদের বেশে নাচেন। অনেক বয়স পর্যন্ত তিনি এই নৃত্য পরিবেশন করেছেন। ২০১৭-এ তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান এবং ২০২১ এ তিনি পদ্মশ্রী পান।


১৯২৫ সালে সরন জেলায় তাঁর জন্ম হয়। তিনি ছিলেন ভিখারী ঠাকুরের "নাচ" লোকনৃত্যের শেষ পরিবেশক। তিনি ভিখারী ঠাকুরের দলের একমাত্র জীবিত সদস্য ছিলেন, বলা হতো ভোজপুরি ভাষার শেকসপিয়ার।