নিজস্ব সংবাদদাতা : জেলা প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের টয়লেট পরিষ্কার করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠলো। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।ভিডিওটিতে দেখা যাচ্ছে পড়ুয়ারা একটি টয়লেট পরিষ্কার করছে, আর একজন লোক তাদের বকাঝকা করছে। টয়লেটে তালা লাগিয়ে দেবে বলেও ছাত্রদের হুমকি দেয় ওই ব্যক্তি।
বেসিক এডুকেশন অফিসার মণিরাম সিং জানিয়েছেন, ভিডিওটি বুধবার ভাইরাল হয়েছে।ভিডিওটি বালিয়ার সোহাবন এলাকার পিপরা কালার প্রাথমিক বিদ্যালয়ের বলে জানা গেছে। ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।প্রতিবেদন দাখিলের পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।