নতুন জেট কেনা স্থগিত রাখল পেন্টাগন

author-image
Harmeet
New Update
নতুন জেট কেনা স্থগিত রাখল পেন্টাগন

নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমানে মিলল চিনা যন্ত্রাংশ। ফলে নতুন জেট কেনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। বিশ্বের আধুনিকতম এই বিমানটি মার্কিন সেনার প্রধান ফাইটার জেট। ফলে ‘সর্ষের মধ্যেই ভূত’ থাকার এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে ওয়াশিংটন।


সূত্রে খবর, এফ-৩৫ যুদ্ধবিমানের ইঞ্জিন নির্মাণে ব্যবহৃত একটি যন্ত্রাংশ চিনে তৈরি। বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ইঞ্জিনে চিনা যন্ত্রাংশ থাকার কথা স্বীকার করেছে যুদ্ধবিমানটির নির্মাণকারী সংস্থা ‘লকহিড মার্টিন’। মার্কিন ‘ডিফেন্স কনট্রাক্ট ম্যানেজমেন্ট এজেন্সি’-র মুখপাত্র রাসেল গোয়েমায়ের জানিয়েছেন, অবৈধ চিনা যন্ত্রাংশ ব্যবহারের বিষয়টি আগস্টের ১৯ তারিখ এফ-৩৫ জয়েন্ট প্রোগ্রাম অফিসকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আপাতত নতুন এফ-৩৫ জেট কেনা স্থগিত রাখা হয়েছে।”