নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে বিরোধীদের এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে রাজ্যে ইডি, সিবিআই-এর তদন্ত নিয়ে তিনি বলেন, 'ED, CBI-কে তোয়াক্কা করে না তৃণমূল। কুৎসা করে লাভ হবে না। গুজরাটে ৩ হাজার কোটির মূর্তি হলে দুর্গাপুজোয় অনুদান নয় কেন? সবকিছুর বদলা নেব আসন্ন সব ভোটে। মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অপমান করছে বিজেপি। পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কারও উপর এক টাকা চাপায়নি। অমিত শাহর দফতরের রিপোর্ট বলছে সুরক্ষিত শহর কলকাতা। অমিত শাহ জাতীয়তাবাদের কথা বলেন, আর তাঁর ছেলে জাতীয় পতাকা ধরতে অস্বীকার করেন।'