মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য এলাকায়

author-image
Harmeet
New Update
মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : "খেলা হবে, এবার আমরা খেলব। পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যসভা পর্যন্ত তৃণমূলের পতাকা যে হাতে ধরবে সেই হাত দুটো কেটে বাদ দেওয়া হবে।" ঠিক এই হুমকির ভাষাতেই লেখা মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায় । এছাড়াও আগামী ১১ সেপ্টেম্বর রবিবার বনধের ডাক দেওয়া হয়েছে ওই মাও নামাঙ্কিত পোস্টারগুলোতে। বৃহস্পতিবার সকালে পুরুলিয়া জেলার বলরামপুর ও বরাবাজার রাজ্য সড়কের ধারে বৈদ্যুতিক খুঁটির উপর, গাছের উপর এবং মাইলস্টোনে একগুচ্ছ মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান গ্রামবাসীরা।

 খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল থেকে পোস্টারগুলো উদ্ধার করে তদন্ত শুরু করেছে। দুর্নীতিগ্রস্ত নেতাদের হুমকি দেওয়া হয়েছে ওই মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলিতে। সাদা কাগজের উপর লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলিতে লেখা রয়েছে "গরিবের টাকা খেয়ে যে সমস্ত নেতারা বড় বড় বিল্ডিং বানিয়েছে তারা সাবধান । রাজ্য সরকারের দুর্নীতির ক্রিমিনালদের স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হল কেন ? তৃণমূল নেতা জবাব দাও । এরই প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর রবিবার বনধ পালন করুন । তৃণমূল নেতা সাবধান।" পোস্টারের নিচে লেখা রয়েছে "CPI মাওবাদী"।