আচরণবিধি লঙ্ঘনে ইমরান খানকে নোটিশ জারি করল পাক নির্বাচন সংস্থা

author-image
Harmeet
New Update
আচরণবিধি লঙ্ঘনে ইমরান খানকে নোটিশ জারি করল পাক নির্বাচন সংস্থা

নিজস্ব প্রতিনিধি-পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বুধবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে নির্বাচনী পর্যবেক্ষণের আচরণবিধি লঙ্ঘনের জন্য একটি নোটিশ জারি করেছে।সুত্রের খবর খান পেশোয়ারে একটি জনসভায় ভাষণ দিয়ে ইসিপি নিয়ম লঙ্ঘন করেছেন যেখানে ২৫ শে সেপ্টেম্বর এনএ - ৩১ নির্বাচনী এলাকায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে -









 রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান / ডেপুটি চেয়ারম্যান সিনেট, স্পিকার / একটি বিধানসভার ডেপুটি স্পিকার, ফেডারেল মন্ত্রী, প্রতিমন্ত্রী, গভর্নর, মুখ্যমন্ত্রী সহ ধারক, প্রাদেশিক মন্ত্রীরা উপ-নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না।ইসিপি তার নোটিশে তুলে ধরেছে, সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধির অনুচ্ছেদ ৪২ লঙ্ঘন করেছেন।