নিজস্ব সংবাদদাতাঃ দলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আবির্ভাবেই চমক দিলেন ব্রাজিলের এক তারকা ফুটবলার। তিনি রিচার্লিসন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মার্সেইলির বিরুদ্ধে গ্রুপ ডি-এর ম্যাচে মাঠে নেমেছিল টটেনহ্যাম।
২-০ গোলে জিতেছে স্পার্স। দুটি গোলই করেছেন রিচার্লিসন। এবারের ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে ব্রাজিলের এই ফুটবলারকে দলে নিয়েছে তারা।