বড় সিদ্ধান্ত ইইউ-এর
বহুতল ভবন ধসে পড়ল
জঙ্গিপুর (পশ্চিমবঙ্গ) সহিংসতা সম্পর্কে স্থানীয় বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস নেতা জাকির হোসেন কি বললেন?
মুর্শিদাবাদের সহিংসতা সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বললেন?
মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী কার্যকলাপ করেন- কড়া নিশানা অগ্নিমিত্রার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বললেন?
নতুন শুল্ক আরোপের উপর ৯০ দিনের বিরতি এবং চীনের শুল্ক ১২৫% পর্যন্ত বৃদ্ধির ঘোষণার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বললেন?
২১৭ এর বিপরীতে ১৫৯ এই থামতে হল আরআরকে

ওড়িশার হয়ে খোখো খেলে সাফল্য এনে দিল বাংলার ছেলে

author-image
Harmeet
New Update
ওড়িশার হয়ে খোখো খেলে সাফল্য এনে দিল বাংলার ছেলে

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ডেবরা ব্লকের দ্বারপাড়ার যুবক শুভাশিস সাঁতরা ওড়িশার হয়ে খোখো খেলে জয় এনে দিলো ওড়িশা রাজ্যকে। প্রায় ১ মাস ব্যাপী চলা অলটিমেট খোখো লিগের ফাইনালে ওড়িশা জুগেরনাটস দল ৪৬-৪৫ ফলে পরাজিত করে তেলেগু যোদ্ধাসকে। লিগের সেরা ওড়িশা জুগেরনাটস দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ছিল বাংলার খোখো খেলোয়াড় শুভাশিস সাঁতরা। ফাইনাল ম্যাচে ওড়িশা দলের হয়ে মূল্যবান ৮ টি পয়েন্ট সংগ্রহ করে শুভাশিস।


 
শুধু তাই নয় সমগ্রিকভাবে লিগের ১১টি ম্যাচে ৫৯ টি পয়েন্ট রয়েছে তার নামের পাশে। অলটিমেট খোখো লিগ জয়ের পর এখন জাতীয় সিনিয়র দলের জার্সিতে শুভাশিস। আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করাই তার একমাত্র লক্ষ্য বছর ২০-র যুবক শুভাশিস সাঁতরার কাছে। যদিও ২০২০ সালে খেলো ইণ্ডিয়া ইউথ গেমসের ব্রোঞ্জ পদক, ২০১৮ সালে জুনিয়র জাতীয় খোখো প্রতিযোগিতা ব্রোঞ্জ পদক জয় করেছিল এই প্রতিভাবান শুভাশীষ। আগামী দিনে তার বড় স্বপ্ন রয়েছে খোখো নিয়ে। শুভাশীষের এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরাও।