নিজস্ব সংবাদদাতাঃ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও দেশটির দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে আলবেনিয়া। দুই মাস আগে বড় ধরনের সাইবার হামলার ঘটনায় এই পদক্ষেপ নিল আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রীর দাবি, আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়েছে তেহরান। ন্যাটো মিত্র আলবেনিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের নারী মুখপাত্র আড্রিয়েনি ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, ইরানের দ্বারা পরিচালিত সাইবার হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। নজিরবিহীন সাইবার হামলার জন্য ইরানকে জবাবদিহি করার যে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী রামা যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন করে।