নিজস্ব সংবাদদাতাঃ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও দেশটির দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে আলবেনিয়া। দুই মাস আগে বড় ধরনের সাইবার হামলার ঘটনায় এই পদক্ষেপ নিলো আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রীর দাবি, আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়েছে তেহরান। বুধবার আনুষ্ঠানিকভাবে তিরানায় অবস্থিত ইরান দূতাবাসে সিদ্ধান্তটি জানিয়েছে আলবেনীয় সরকার। ইরানি দূতাবাসের কূটনৈতিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা সব কর্মীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলবেনিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ জুলাই সাইবার হামলার পর আলবেনীয় সরকারের একাধিক ডিজিটাল সেবা ও ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা বলেছেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে এই হামলা কোনও ব্যক্তি বা স্বতন্ত্র গোষ্ঠী চালায়নি। এটি রাষ্ট্রীয় আক্রমণ।