নিজস্ব সংবাদদাতা: আজকেই বঙ্গোপসাগরের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। পূর্ব-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ ঘনিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এর জেরে ১০ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। এই বৃষ্টি চলবে ১২ বা ১৩ তারিখ পর্যন্ত। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।