আফগানিস্তানের হার, স্টেডিয়ামে সংঘর্ষ পাকিস্তান ও আফগানিস্তান সমর্থকদের

author-image
Harmeet
New Update
আফগানিস্তানের হার, স্টেডিয়ামে সংঘর্ষ পাকিস্তান ও আফগানিস্তান সমর্থকদের


নিজস্ব সংবাদদাতাঃ বুধবার আফগানিস্তান ও পাকিস্তান ম্যাচে পাকিস্তানের কাছে পরাজয় হয়েছে আফগানিস্তানের। তারপরেই পাকিস্তান ও আফগানিস্তান সমর্থকদের মধ্যে স্টেডিয়ামেই সংঘর্ষ বাঁধে। 

T20 World Cup - Crowd trouble mars Pakistan-Afghanistan clash as  'thousands' of ticketless fans attempt to force entry

আফগান সমর্থকরা শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের ক্ষতি করতে শুরু করে বলে অভিযোগ উঠেছে। আফগান ভক্তরা স্টেডিয়ামের ভেতরে পাকিস্তানি ভক্তদের আঘাত করেছে বলেও অভিযোগ উঠেছে।