এবার বিজ্ঞাপনী প্রচারের মাইকিং-এ লাগাম টানল মেদিনীপুর পৌরসভা

author-image
Harmeet
New Update
এবার বিজ্ঞাপনী প্রচারের মাইকিং-এ লাগাম টানল মেদিনীপুর পৌরসভা

নিজস্ব সংবাদদাতা: পুজো বাকি নেই আর একমাসও। তার আগে বিভিন্ন ব্যবসায়ী সংস্থার পক্ষ থেকে চলছে বিজ্ঞাপনী প্রচার। মেদিনীপুর শহরজুড়ে চলছে মাইকিং। যার জেরে সমস্যায় পড়ছেন পরীক্ষার্থীরা। এমনই অভিযোগ পেয়ে প্রচারের মাইকিং গাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল মেদিনীপুর পৌরসভা। বেশ কয়েকটি গাড়ি আটক করেছে। পুজোর সময় যথেচ্ছ হারে বিজ্ঞাপনী প্রচারের মাইকিং শহরে। এবার কড়া হাতে দমন করতে উদ্যোগ নিল মেদিনীপুর পৌরসভা। বিদ্যালয়গুলিতে পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা বিজ্ঞাপনের জন্য মাইকের যথেচ্ছ সাউন্ড দিয়ে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ। পৌরসভা থেকে জানানো হয়েছে বিনা অনুমতিতে এরকম মাইকিং চলবে না। করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত দু'দিনে বেশ কয়েকটি মাইক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌরপ্রধান সৌমেন খান বলেন, "সমস্ত বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু আমরা দেখছি ব্যবসায়ীরা যেভাবে মাইক ব্যবহার করছেন একদম সকাল থেকে রাত পর্যন্ত। এতে পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এটা একটা নিয়ম করে করার জন্য পৌরসভা বিজ্ঞপ্তি জারি করেছে। যাতে মাইকটা পৌরসভা ও প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ম মেনে চলে। না হলে প্রশাসনের পক্ষ থেকে মাইক এবং গাড়ি সিজ করা হবে।"