নিজস্ব প্রতিনিধিঃ বাগুইআটির জোড়া হত্যাকাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গত ২২ অগস্ট ওই দুই কিশোর বাড়ি না ফেরায় অতনু দে ও অভীক নস্করের বাবা-মা বাগুইহাটি থানায় অভিযোগ জানাতে যায়। পরিবারের অভিযোগ, পুলিশ খুব একটা গুরুত্ব সহকারে ব্যাপারটি দেখেনি। এদিকে গুরুতর ত্রুটির কথা স্বীকার করে, রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং ডেপুটি পুলিশ কমিশনারকে অপসারণের সুপারিশ করেছে।
বাগুইহাটি থানার তত্ত্বাবধানকারী জে মার্সি তাদের প্রাথমিকভাবে দায়ী করেছে। ইতিমধ্যে বাগুইআটি থানার অফিসার ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্য পুলিশ ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, আর এক সিনিয়র আইপিএস অফিসার, নিউটাউনের ডেপুটি কমিশনার অফ পুলিশ বিশপ সরকারের বিরুদ্ধে নজরদারির অভাবের অভিযোগ রয়েছে এবং তাঁকেও সরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।