পরমাণু সমঝোতায় কোনও অস্পষ্টতা মেনে নেওয়া হবে না: ইরান

author-image
Harmeet
New Update
পরমাণু সমঝোতায় কোনও অস্পষ্টতা মেনে নেওয়া হবে না: ইরান

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্ভাব্য পরমাণু সমঝোতায় কোনও অস্পষ্টতা মেনে নেবে না ইরান। ইরানের পরমাণু আলোচক দলের উপদেষ্টা মোহাম্মাদ মারান্দি নিজ দেশের এমন অবস্থানের বিষয়টি স্পষ্ট করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সম্প্রতি বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের আশা কমে এসেছে। কেননা আলোচনায় ঐকমত্য হওয়ার পরিবর্তে বরং দূরত্ব আরও বেড়েছে। জোসেফ বোরেলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মোহাম্মাদ মারান্দি বলেছেন, জোসেফ বোরেল হয়তো এটা ভুলে গেছেন যে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যেই ভিয়েনায় আলোচনা চলছে। এই নিষেধাজ্ঞায় ইরানের বেশিরভাগ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তাদের দুর্দশার মধ্যে নিমজ্জিত করা হয়েছে। অথচ তেহরান ইতোপূর্বে যে পরমাণু সমঝোতা হয়েছিল, সেটি পুরোপুরি মেনে চলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, নিশ্চয়তা প্রদান, ইরানের পক্ষ থেকে যাচাই বাছাই এবং স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেই কেবল নতুন করে পরমাণু সমঝোতা হতে পারে।